লেখা- রিভিউ প্রডাক্টস ইন্ডাজট্রিজ লিঃ https://review-industries.com
উদ্যোক্তা হলো এমন একজন ব্যক্তি যিনি তার কর্মসংস্থানের জন্য নতুন ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। একজন উদ্যোক্তা ব্যবসায়ের ঝুঁকি বহন করে এবং ব্যবসায়ের সম্পূর্ণ মুনাফা একা ভোগ করেন।
উদ্যোক্তাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা করা যায়। যেমন: যে ব্যক্তি একটি নতুন ব্যবসায় উদ্যোগ শুরু করার ঝুঁকি গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলা হয়। আবার যিনি তার আত্মকর্মসংস্থানের জন্য নিজের কর্মসংস্থানের চিন্তা করে নতুন কোনো কাজ হাত দেন তখন ঐ ব্যক্তিকেও উদ্যোক্তা বলা হবে।
উদ্যোগ যেকোনো বিষয়েই হতে পারে তবে সেটি অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে হতে হবে এবং সেখানে ঝুঁকি বিদ্যমান থাকবে। যেকোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তিই উদ্যোক্তা পারে, আর যিনি ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা।